২৬ মার্চ ২০২২ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে গত ২৭ মার্চ ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাফর উল্লাহ খান, চেয়ারম্যান, স্পারসো। অনুষ্ঠানে স্পারসোর সকল কর্মকর্তা/কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। ঐতিহাসিক ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গুরুত্ব ও তাৎপর্যের উপর স্পাসোর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাদের তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন। স্পারসোর আলোচনা সভার সভাপতি জনাব জনাব মোঃ জাফর উল্লাহ খান স্বাধীনতা দিবসের এই দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের এবং মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা কীভাবে গোটা দেশের মানুষকে দেশের স্বাধীনতা রক্ষায় ত্বরান্বিত করেছিল তা তিনি তুলে ধরেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকার ঘোষিত বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা বিকশিত করার আহবান জানান। তিনি ভবিষ্যতে স্পারসোকে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে সচেষ্ঠ থাকা ও মনোজগতের পরিবর্তন করে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করার অনুরোধ জানান। এছাড়া তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের নিজ নিজ কর্তব্য পালন ও সময়ানুবর্তী হওয়ার মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা অর্জন ও উন্নতির ধারবাহিকতা বজায় আহবান জানান। আলোচনা সভায় জনাব মোহাম্মদ সানাউল হক, অর্থনৈতিক উপদেষ্টা (উপসচিব), জালাল উদ্দিন আহমেদ, পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সম্মানিত সদস্য সহ আরো অনেকে অংশগ্রহণ করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।