গত ১২ মে ২০২৫ তারিখ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে “স্পারসোর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় “Progress in Earth Surface Monitoring Utilizing Remote Sensing Techniques: Bangladesh Perspective” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। স্পারসোর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ রাশিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ সেমিনার এর উদ্বোধন করেন।
স্পারসোর সদস্য জনাব জসীম উদ্দীন হায়দার-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি ।উক্ত সেমিনারে অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় “Application of GIS and remote sensing in integrated coastal zone management: Bangladesh context” শীর্ষক মূল প্রবন্ধ এবং অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় “Remote Sensing applications for climate risk assessment.” শীর্ষক আরো একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থা/দপ্তর/অধিদপ্তরের প্রতিনিধিগণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।