Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০২১

মুজিব বর্ষে স্পারসো-তে স্থাপিত হলো “বঙ্গবন্ধু কর্নার”


প্রকাশন তারিখ : 2021-01-19

০৫ মাঘ ১৪২৭  বঙ্গাব্দ/ ১৯ জানুয়ারি ২০২১ খ্রি. মঙ্গলবার দুপুর ১২:০০ টায়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-তে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করা হয়। স্পারসো’র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (সরকারের অতিরিক্ত সচিব) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু কর্নার” এর শুভ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি । উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষ্যে স্পারসোর এই মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান প্রতিরক্ষা সচিব। তিনি বলেন স্পারসোর প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু কর্নার” সাধারণ জনগণ তথা শিক্ষানুরাগী, গবেষকদের  বিজ্ঞান চর্চার পাশাপাশি বঙ্গবন্ধু জীবন দর্শন সর্ম্পকে জানতে আরো উদ্বুদ্ধ করবে। জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান, স্পারসো বলেন, কর্নারে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই, বিভিন্ন স্থির ও প্রামাণ্য চিত্রসমূহ আমাদের জাতির পিতার মহান আর্দশ ও গৌরবান্বিত মুক্তিযুদ্ধের উজ্জ্বল প্রতিচ্ছবি।

বর্তমান চেয়ারম্যান, গত বছরের ০৫ ফেব্রুয়ারি যোগদানের পর স্পারসোতে ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা শুরুর মাধ্যমে বছর ব্যাপি মুজিব শতবর্ষের কার্যক্রম শুরু করে। তারপর, সরকারি কর্মসূচির  সাথে সঙ্গতি রেখে স্পারসোতে বছর ব্যাপি কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু বিরাজমান কোভিড-১৯ অতিমারির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ঠ ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্পারসোতে ফলদ ও বনজ বৃক্ষের বাগান সৃজন এবং ১৫ আগস্ট দিন ব্যাপি বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন। মুজিব বর্ষের সময়কাল ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বৃদ্ধির প্রেক্ষিতে তিনি সারা বছর ব্যাপী স্পারসোর গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-সরকারি বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপন যেমন স্বাধীনতা দিবস, জাতির পিতার জন্মবার্ষিকী, মুজিব নগর দিবস ও বিজয় দিবস এবং সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে মহাকাশ প্রযুক্তি নির্ভর বিভিন্ন জাতীয় সেমিনার যেমন- সুনীল অর্থনীতি বিষয়ক প্রকল্পের ফলাফল, জাতীয় বন্যা পর্যবেক্ষণ ব্যবস্থা, জাতীয় নদী পর্যবেক্ষণ ব্যবস্থা, সুন্দরবনের ভাঙ্গন বিষয়ক জাতীয় সেমিনারসমূহ ইত্যাদি।  তিনি ভবিষ্যতে আরো বঙ্গবন্ধু কর্নারের উত্তরোত্তর সমৃদ্ধকরণ এবং প্রতিষ্ঠানের গবেষণার পাশাপাশি মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।